×

অর্থনীতি

নারীরা স্বাবলম্বী হলেই সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি: বাবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম

নারীরা স্বাবলম্বী হলেই সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি: বাবর
চট্টগ্রামের স্বনামধন্য ও জনপ্রিয় রূপচর্চা শেখার প্রতিষ্ঠান রূপাস বিউটি পার্লার ও কুইনসের যৌথ ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ রয়েল আর্কেড ক্লাবে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০টি স্টলে নিয়ে বসেছে লাভলি লেডিস গ্রুপ প্রেজেন্টের শারদ মেলার সিজন-১২। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সারা জাগানো এই শারদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও দেশে করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক-উদ্যোক্তা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে এতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে এগিয়ে যেতে হয়, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং দেশ জাতি সমাজ ও পরিবার উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মমতাময়ী কল্যাণে দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশের নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী হওয়ার অভিপ্রায়। গোটা নান্দনিক আয়োজনের অন্যতম কর্ণধার রুবায়েদ ইয়াসমীন রূপা তার বক্তব্যে বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদ্যোক্তাদের নিয়েই আমাদের এই আয়োজন। লাভলি লেডিস গ্রুপ প্রেজেন্ট এর শারদ মেলা সিজন-১২ এর মাধ্যমে সমাজে নারীদের অবস্থান আরও উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি এগিয়ে যাবে। তিনি সবাইকে মেলাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং মেলা সফল করার জন্য সবাইকে আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্রুপের সত্ত্বাধিকারী লুৎফুন্নেসা রুম্পা ও সুরাইয়া রাঈসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ইফতেখার ইফতু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরাফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান, ইকরামুল আদিব, নীরব, মোঃ সোহেলসহ মেলা সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App