×

অর্থনীতি

মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৬৩ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম

মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৬৩ শতাংশ

ছবি: প্রতীকী

সেপ্টেম্বর মাসে দেশের মূল্যস্ফীতি পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। মূল্যস্ফীতি ৯.৬৩ শতাংশে নেমে এসেছে সেপ্টেম্বরে, আগের মাসে যা ৯.৯২ শতাংশ ছিল। মঙ্গলবার (৩ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, সেপ্টেম্বরের খাদ্য মূল্যস্ফীতিও ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে। খাদ্য মূল্যস্ফীতি আগস্টের ১২.৫৪ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ১২.৩৭ শতাংশে নেমে এসেছে। এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৭.৯৫ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৭.৮২ শতাংশ হয়েছে। গত মার্চ থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের উপরে রয়েছে, যা বিশেষ করে নিম্ন-আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এর আগে আগস্টে দেশে খাদ্য মূল্যস্ফীতি ১২.৫৪ শতাংশ উঠে গিয়েছিল, যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App