×

অর্থনীতি

৩ হাজার ৯৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

৩ হাজার ৯৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে

পুরনো ছবি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোট ৭৯টি প্রতিষ্ঠানের অনূকুলে তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার (২০ সেপ্টেম্বর) রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৭৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হলো। ৭৯ প্রতিষ্ঠানের প্রত্যেকে সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। শর্তে রপ্তানি নীতি ২০২১-২০২৪ বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে। যে পরিমাণের কথা বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান তার বেশি রপ্তানি করতে পারবে না। যেসব প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে তারাই শুধু ইলিশ রপ্তানি করতে পারবে। সরকার চাইলে যেকোনো সময় ইলিশ রপ্তানি বন্ধ করতে পারবে। এর আগে, পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল কলকাতার ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App