×

অর্থনীতি

বাংলাদেশের সেরা ১০ পাবলিক রিলেশন এজেন্সি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৫:৪৭ এএম

বাংলাদেশের সেরা ১০ পাবলিক রিলেশন এজেন্সি

দেশ সেরা ১০টি পিআর এজেন্সি। ছবি: ভোরের কাগজ

আপনি কি বাংলাদেশের সেরা পাবলিক রিলেশন (পিআর) এজেন্সি বা জনসংযোগ সংস্থা খুঁজছেন? আপনি সঠিক জায়গায় এসেছেন। বাংলাদেশে পাবলিক রিলেশন ব্যবসা করছে এমন অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ওপর গবেষণা করে সেরা ১০টি পাবলিক রিলেশন এজেন্সি নির্বাচিত করেছে ভোরের কাগজ। পাবলিক রিলেশন কি? সাধারণত পাবলিক রিলেশনকে সংক্ষেপে পিআর বলা হয়। কোনো কোম্পানির ব্র্যান্ডের তথ্য বিস্তৃত করে দেয়া, যাকে ব্র্যান্ডিংও বলা যায়। শুধু পার্থক্য হলো পিআরে জোর দেয়া হয় যোগাযোগে এবং খ্যাতির ওপর, আর অন্যদিকে ব্র্যান্ডিংয়ে নির্ভর করা হয় ভিজুয়াল উপাদানের ওপর, যেমন প্রতিষ্ঠানের লোগো। তবে অবশ্যই মনে রাখতে হবে পিআর মানে শুধু প্রেস রিলিজ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। পিআর ও মার্কেটিং তাদের কার্যক্রমের দিক দিয়ে একই রকম। তবে তাদের উদ্দেশ্য ভিন্ন। পাবলিক রিলেশনের প্রধান লক্ষ্য আপনার ব্র্যান্ডের সুনাম বাড়ানো। এমন যে এর ফলে সর্বদা বিক্রির ওপর প্রভাব পড়বে। এটি সাধারণত পরোক্ষভাবে ব্র্যান্ডের প্রমোট করে থাকে। প্রতিটি পিআর এজেন্সি আপনার ব্র্যান্ড বা সেবাকে কাঙ্ক্ষিত গণমাধ্যমে প্রচার ও প্রচারণার জন্য কাজ করে থাকে। বাজারে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে নানান ধরনের উদ্যোগ নিয়ে থাকেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবলিক রিলেশন এজেন্সিগুলো প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাথে প্রয়োজনীয় নেটওয়ার্কিং দক্ষতার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে ভ্যালু বাড়াতে, লিড তৈরি করতে, বিনিয়োগকারী খুঁজতে, সম্ভাব্য গ্রাহকদের আকর্ষণ করতে এবং বিশেষত আস্থা তৈরি করতে দারুণ সহায়তা করে থাকে। এখানে আমরা দেশের সেরা ১০টি পাবলিক রিলেশন এজেন্সির একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করলাম। এই তালিকা থেকে পিআর প্রতিষ্ঠানের মান অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত পাবলিক রিলেশন প্রতিষ্ঠান খুঁজে পেতে পারেন। ০১. টাইমস পিআর বাংলাদেশে পাবলিক রিলেশন বা পিআর এজেন্সির সেবার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে টাইমস পিআর। এ দেশের অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে মিডিয়া কাভারেজ খুঁজে থাকেন। ২০১১ সালে প্রতিষ্ঠিত টাইমস পিআর শুধু বাংলাদেশেই নয়; প্রতিবেশী দেশ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও পাবলিক রিলেশন সেবা দিয়ে থাকে। দেশি-বিদেশি অসংখ্য ব্র্যান্ড তাদের থেকে মিডিয়া কাভারেজ, মিডিয়া বায়িং ও ক্রাইসিস মিডিয়ার সেবা নিচ্ছে। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সেবার তথ্য শীর্ষ গণমাধ্যমে প্রকাশ করতে সর্বোচ্চ সহযোগিতা করতে সক্ষম দেশসেরা পিআর এজেন্সি টাইমস পিআর। গুগল রিভিউ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেবার মান নির্ণয়কারী প্রতিষ্ঠানের রিভিউতে তাদের ক্লাইন্ট সার্ভিস নিয়ে সর্বোচ্চ সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। ক্রাইসিস মিডিয়া সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও পেশাদার প্রতিষ্ঠান টাইমস পিআর তার অবস্থান সবার উপরে রেখেছে। টাইমসপিআর থেকে সেবা নিতে যোগাযোগ করতে পারেন [email protected] বা [email protected] ঠিকানায় বা +8801711668221 (হোয়াটসঅ্যাপ) নাম্বারে। পিআর সেবা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন টাইমস পিআর এর ওয়েবসাইটে www.timespr.com এই ঠিকানায়। ০২. ইমপ্যাক্ট পিআর শুধুমাত্র পিআর সেবা দেওয়ার ক্ষেত্রে ইমপ্যাক্ট পিআরকে সেরা প্রতিষ্ঠান বলা যেতে পারে। আপনার ক্রাইস মিডিয়াকে আপনার অনুকূলে নিয়ে আসতে এবং পাবলিক ইমেজ তৈরি করতে ভূমিকা রাখতে পারে এই প্রতিষ্ঠানটি। আপনার বিষয়বস্তু পরিকল্পিত, ভালোভাবে গবেষণা করা এবং উজ্জ্বলভাবে উপস্থাপন করার কাজ করতে পারবে ইমপ্যাক্ট পিআর। তারা এক ছাদের নিচে সমস্ত যোগাযোগ সেবা প্রদান করে থাকে। ০৩. ফোরথট পিআর স্টেকহোল্ডার ডিসপোজিশনাল ফানেল (এসডিএফ)-এর মাধ্যমে পিআর সেবা দিয়ে থাকে ফোরথট পিআর। স্টেকহোল্ডার এবং তাদের বর্তমান ইম্প্রেশন সম্পর্কে অবগত হয়ে সেই অনুযায়ী তাদের র‌্যাঙ্ক করতে সাহায্য করে প্রতিষ্ঠানটি। স্টেকহোল্ডার ম্যাপিংয়ের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের প্রতি কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেটা মার্কেট যাচাই করে গবেষণা প্রতিবেদন দিতে পারে। গ্রাহকের প্রতিষ্ঠানের রেপুটেশন ট্র্যাকিং সিস্টেম বিশ্লেষণ করে সঠিক পাবলিক রিলেশন সেবা দিতে ফোরথট পিআর বদ্ধপরিকর। ০৪. মাস্টহেড পিআর মাস্টহেড পিআর (এমএইচপিআর) অত্যাধুনিক, পেশাদার পরামর্শ সেবাদাতা পাবলিক রিলেশন প্রতিষ্ঠান। তারা দেশের শীর্ষস্থানীয় কনসালটেন্সি পিআর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। কার্যকরভাবে কৌশলগত মিডিয়া যোগাযোগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করে, উদ্ভাবনী প্রচারণা তৈরি করে, উচ্চস্তরের গবেষণা পরিচালনা করে এবং কার্যকর স্টেকহোল্ডার ব্যবস্থাপনার সাথে প্রশিক্ষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি গড়ে তুলতে অবদান রাখতে পারে। এমএইচপিআর-এর কাছে তাদের জ্ঞানের প্রশস্ততা এবং পার্থক্য তৈরির ট্র্যাক রেকর্ডের জন্য স্বীকৃত অনেক বিশেষজ্ঞ রয়েছে। ০৫. কনসিটো পিআর বাংলাদেশের একটি সমন্বিত যোগাযোগ সংস্থা কনসিটো। কনসিটো ছিল দেশের প্রথম জনসংযোগ সংস্থাগুলোর মধ্যে একটি, যা ২০০৯ সালে গঠিত হয়েছিল এবং তারপর থেকে সমন্বিত যোগাযোগ সমাধানগুলি অন্তর্ভুক্ত করার জন্য এর পরিষেবাগুলো প্রসারিত করেছে। তাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জনসংযোগ, গভর্নমেন্ট রিলেশনশিপ, ইন্টারনাল কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট প্রোডাকশনসহ আরও অনেক কিছু। বহু বছর ধরে কনসিটো বিভিন্ন সেরা ব্র্যান্ড এবং সংস্থার সাথে কাজ করেছে। একটি নতুন সমন্বিত পদ্ধতির মাধ্যমে কনসিটো পিআর এবং যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নাম। ০৬. বেঞ্চমার্ক পিআর বেঞ্চমার্ক পিআর হল একটি শীর্ষস্থানীয় কমিউনিকেশন মার্কেটিং ফার্ম, যেটি বিশ্বের অনেক বিশিষ্ট এবং উদীয়মান ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এসব বিদেশি ও বড় প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড এবং সুনামকে বিকশিত, প্রচার এবং সুরক্ষায় সহায়তা করে। বেঞ্চমার্ক পিআর-এর বাংলাদেশের সদর দপ্তর ঢাকায়। বেঞ্চমার্ক পিআর বাংলাদেশ পিআর সেক্টরে অনন্য ভূমিকা পালন করছে। ০৭. ব্যাকপেজ পিআর ব্যাকপেজ পিআর হল একটি বুটিক জনসংযোগ এবং গল্প বলার সংস্থা যা ট্রান্সমিডিয়া গল্প বলার ক্ষেত্রে খুবই প্রসিদ্ধ। ইন্টারনাল ও এক্সটারনাল গ্রাহকদের জন্য ব্যতিক্রমী পাবলিক রিলেশন সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। আপনার ব্র্যান্ডকে লক্ষ লক্ষ টার্গেটেড মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সহায়তা করে। ০৮. ইনফো-পাওয়ার লিমিটেড ইমপ্যাক্ট পিআর-এর সহযোগী প্রতিষ্ঠান ইনফো-পাওয়ার লিমিটেড, যারা মার্কেটে এসেই বাজিমাত করেছে। সঠিক সময়ে সঠিক তথ্য এবং সঠিক যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে। ক্লায়েন্টদের সাথে একটি দীর্ঘমেয়াদী, মান-সংযোজন অংশীদারিত্ব গড়ে তুলতে, তাদের ব্যবসায়িক কৌশল, প্রয়োজনীয়তা এবং প্রয়োজনের জ্ঞানের ভিত্তিতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে ইনফো-পাওয়ার লিমিটেড। ০৯. রেড রকেট ইনক ৩৬০-ডিগ্রী এজেন্সি ব্র্যান্ড হিসেবে কাজ করে। অনন্য এবং সম্পূর্ণ বিপণন, পিআর, ইভেন্ট এবং অ্যাক্টিভেশন দক্ষতার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে সর্বত্র পৌঁছে দিতে সহায়তা করে থাকে রেড রকেট ইনক। আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন, বিজ্ঞাপন সরঞ্জাম, নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় সেবা নিতে চান, তবে আপনি সঠিক অংশীদার খুঁজে পেয়েছেন। রেড রকেট আপনার ব্র্যান্ডকে বিজ্ঞাপন, মিডিয়া, ভিডিও, পিআর, ইভেন্ট, অ্যাক্টিভেশন এবং আরও অনেক কিছুতে সহায়তা প্রদান করতে পারবে। ১০. র‍্যাপিড পিআর র‍্যাপিড পিআর হল দেশের প্রথম ডিজিটাল মিডিয়া মনিটরিং সংস্থা। ২০০০ সাল থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া মনিটরিং করে। বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী, কর্পোরেশন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া মনিটরিং সেবা নিয়ে থাকে। দেশের শীর্ষস্থানীয় পাবলিক রিলেশন এজেন্সি হিসাবে র‍্যাপিড পিআর তাদের ক্লায়েন্টদের ইতিবাচকভাবে ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে সহায়তা করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App