×

অর্থনীতি

কৃষিতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০১:০৫ পিএম

কৃষিতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ
সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে রবিবার (৬ আগস্ট) কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০-২০২৪ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্যের প্রথম ও প্রধান তিনটি লক্ষ্য তথা দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি এবং সুস্বাস্থ্য অর্জনের উদ্দেশ্যে কৃষি ঋণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ঋণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম সাজেদুর রহমান খান ২০২৩-২০২৪ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির উল্লেখযোগ্য বিষয়াদি আলোচনা করেন। এসময় কৃষি ঋণ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা সদ্যসমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকার তুলনায় ১৩.৬০ শতাংশ বেশি। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেতনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহের জন্য ১২ হজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকসমূহ ৩ লাখ ২৮ হাজার ২৮৯ কোটি টাকা কৃষি ও পল্লী যা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রা ৩০৮১১ কোটি টাকার প্রায় ১০৬.৫৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৬,১৮,৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন, যার মধ্যে ব্যাংকসমূহের নিজস্ব নেটওয়ার্ক ও এমএফআই লিংকেজের মাধ্যমে ১৮,৮১,৯৩৩ জন নারী প্রায় ১২,৭৫২,৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন। উক্ত অর্থবছরে ২৭,৩৬,০৮৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২২, ৪০২, ১৫ কোটি টাকা এবং চর, হাওর প্রভৃতি অনগ্রসর এলাকার ৩,৪৪৯ জন কৃষক প্রায় ১৮.০৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App