×

অর্থনীতি

প্রজনন স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে সিরাক-বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম

প্রজনন স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে সিরাক-বাংলাদেশ

নিরাপদ প্রজনন স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সিরাক-বাংলাদেশ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। সাফের অর্থায়নে ‘নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পটি দেশের দুই জেলায় বাস্তবায়ন করা হবে।

কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল অ্যান্ড কন্ট্রাসেপটিভ সার্ভিসেস ইউনিটের সভাকক্ষে একটি প্রকল্প পরিচিতি সভার আয়োজন করা হয়। সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের ক্লিনিক্যাল অ্যান্ড কন্ট্রাসেপটিভ সার্ভিসেস ইউনিটের লাইন ডিরেক্টর নুরুন নাহার বেগম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা এর পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর (এমসি-আরএএইচ) ডা. মো. মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ ডা. জেবুন নেছা রহমান, এফপি ২০৩০ সিএসও ফোকাল পয়েন্ট ডা. আবু জামিল ফয়সাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক এমসিএইচ সার্ভিসেস ইউনিট ডা. শামীম মো. আকরাম, জেলা পরিবার পরিকল্পনা, নেত্রকোণা উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাডোলেসেন্ট অ্যান্ড স্কুল হেলথের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শামসুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (সমন্বয়) মো. রফিকুল ইসলাম ও ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম ইউনিটের সহকারী পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ড. সৈয়দ রুবায়েত প্রমুখ।

এছাড়া, অপরাপর ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের উপপরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম মিয়া, প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রিয়াদ হোসেন ও সিনিয়র ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. ওমর ফারুক খান।

সভায় জানানো হয়, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার সদর উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ এবং কিশোরী ও নারীদের প্রতি বৈষম্য নিরসনে বাস্তবধর্মী ব্যবস্থা গ্রহণে সুপারিশ কার্যক্রম গ্রহণ করা হবে। প্রকল্পটির অধীনে ২০টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান উন্নয়ন ও প্রচারের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও সঠিক তথ্য প্রাপ্তিতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে একযোগে কাজ করবে যেখানে সেবা প্রদানকারীদের জীবন দক্ষতা বৃদ্ধি, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ এর সংশোধনী অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে ১০ শতাংশ বেড এবং চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান নিশ্চিত করণে সচেতনতা তৈরী ও সকলের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরীকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় প্রজনন স্বাস্থ্য বিষয়ে ময়মনসিংহ ও নেত্রকোণা সদর উপজেলায় সকলের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগটির বিষয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সবার সমন্বিত উদ্যোগের বিষয়ে সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App