×

অর্থনীতি

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল ৩ প্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল ৩ প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড, আরমাডা স্পিনিং মিলস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড নামে তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। সোমবার (১০ জুলাই) কোম্পানিটি দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়, উল্লেখিত তিনটি কোম্পানির পক্ষ থেকে ব্যাংকটির পরিচালক পদে থাকা প্রতিনিধি প্রত্যাহার করে নেয়া হয়েছে। গত জুন মাসে প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে। তখন প্রতিষ্ঠানটি তাদের মনোনিত পরিচালকও ব্যাংকটির পর্ষদ থেকে প্রত্যাহার করে। জানা গেছে, জুন মাস শেষে ব্যাংকটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯০ শতাংশে। গত মে মাসেও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিত শেয়ারের অংশীদারি ছিল প্রায় ৫১ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App