×

অর্থনীতি

দেশে ৪৫ মে. টন কাঁচা মরিচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৮:২৪ এএম

দেশে ৪৫ মে. টন কাঁচা মরিচ

ঈদুল আজহার টানা পাঁচদিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ ট্রাকে প্রায় ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ ঢুকেছে। ঢাকা ও খুলনার তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান এই কাঁচা মরিচ নিয়ে আসে।

রবিবার (২ জুলাই) বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচের তিনটি চালান বেনাপোলে প্রবেশের পর রাতেই তা ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

রবিবার ভারত থেকে তিনটি চালানের বিপরীতে ৬ ট্রাকে ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল। সীমান্তের ওপারে আরো কয়েক ট্রাক কাঁচা মরিচ এপারে ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছেন। এদিন নিয়ে আসা কাঁচা মরিচের মধ্যে ঢাকার মেসার্স ঊষা ট্রেডিং দুটি ট্রাকে ২০ মেট্রিক টন ও এনএস এন্টারপ্রাইজ দুই ট্রাকে দেড় মেট্রিক টন ও খুলনার এসএম করপোরেশন দুটি ট্রাকে ১০ মেট্রিক টন আমদানি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App