×

অর্থনীতি

ভোক্তা অধিকার: বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

ভোক্তা অধিকার: বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রতীকী ছবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। এমন তথ্য জানিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার (১১ জুন) এ সতর্কবার্তা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম ব্যবহার করে ভুয়া সংগঠন তৈরি করা হচ্ছে। ওই সংগঠনের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শুনানিতে অংশগ্রহণের জন্য ডাকা হচ্ছে। এভাবে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

এ ধরনের ভুয়া সংগঠনের কাছ থেকে চিঠি বা টেলিফোন পেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা নিতে আহ্বান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App