×

অর্থনীতি

আগামীতে জাহাজ নির্মাণ শিল্প হবে দেশের অন্যতম রপ্তানি খাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৪:৪৬ পিএম

আগামীতে জাহাজ নির্মাণ শিল্প হবে দেশের অন্যতম রপ্তানি খাত

ছবি: ভোরের কাগজ

আগামীতে জাহাজ নির্মাণ শিল্প হবে দেশের অন্যতম রপ্তানি খাত বলে মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

বুধবার (৩১ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বাবিউক) আয়োজনে, বিডার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। ওই কর্মশালার সভাপতি হিসেবে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম প্রেসিডেন্ট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও আবদুল্লাহেল বারী, সভাপতি অ্যাসোসিয়েসন অব এক্সপোর্ট অরিয়েন্টেড শিপ বিডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে, আমাদের মাথাপিছু আয় ৭৫০ মার্কিন ডলার থেকে ২৮৪০ ডলারে উপনীত হয়েছে। এখন আমাদের সামনে লক্ষ্য উন্নত বাংলাদেশ, এরই মধ্য আমরা রেডিমেট গার্মেন্টসসহ বেশ কয়েকটি সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি ও বিশ্বব্যাপী ব্র্যান্ড বাংলাদেশ ভ্যালু প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন আমরা আমাদের সম্ভাবনাময় সেক্টরগুলোর প্রতিবন্ধকতা দূর করার জন্য নীতিমালাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App