×

অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৩ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৩ শতাংশ

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে— এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এডিবি এ পূর্বাভাস দেয়। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং জানান, ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৭ শতাংশ হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও সরকার তুলনামূলক ভালো করছে। পাশাপাশি সব খাতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্কার কার্যক্রম শুরু করেছে। এই কঠিন সময়েও উচ্চতর প্রবৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, ‘দেশের জলবায়ু এজেন্ডার সঙ্গে সঙ্গতি রেখে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় নবায়নযোগ্য শক্তি সরবরাহের দ্রুত সম্প্রসারণ করতে হবে। এই জন্য একটি পরিবেশ তৈরি করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App