×

অর্থনীতি

বাংলা একাডেমি প্রাঙ্গণে ভোক্তা অধিকারের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৬ পিএম

বাংলা একাডেমি প্রাঙ্গণে ভোক্তা অধিকারের অভিযান

ছবি: ভোরের কাগজ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়ের নেতৃত্বে বাংলা একাডেমি বই মেলা প্রাঙ্গণে অবস্থিত খাবারের দোকানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে বিভিন্ন ধরনের খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা, যথাযথভাবে খাবার সরবরাহ না করে ভোক্তাদের সাথে প্রতারণা করা ইত্যাদি অপরাধে হাজির বিরিয়ানিকে ২০ হাজার টাকা, নুর ফাস্টফুড অ্যান্ড ফ্রুটসকে পাঁচ হাজার টাকা ও ফয়সাল বিরিয়ানিকে পাঁচ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App