×

অর্থনীতি

২০২২ সালে রেকর্ড উচ্চতায় খাদ্যের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:০৭ পিএম

২০২২ সালে রেকর্ড উচ্চতায় খাদ্যের দাম

বিশ্ব খাদ্য সংস্থা (এফএও)। ফাইল ছবি

২০২২ সালে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় ছিলো বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) খাদ্য সূচক। একই সঙ্গে বলা হয়েছে, গত বছর ছিলো মূল্যস্ফীতির বছর। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রায় সব দেশেই মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় ওঠে গত বছর। ১৯৯০ সালের পর ২০২২ সালে খাদ্যের দাম ছিলো সবচেয়ে বেশি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতি মাসেই খাদ্য মূল্য সূচক প্রকাশ করে থাকে। তাতে দেখা গেছে, ২০২২ সালে এফএওর খাদ্য মূল্য সূচকের গড় মান ছিল ১৪৩ দশমিক ৭- ১৯৯০ সালে এফএও মূল্য সূচক প্রবর্তন করার পর যা সর্বোচ্চ। সূচক অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে খাদ্যের দাম ১৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সব দেশে খাদ্যের দাম একই হারে বাড়েনি। আবার খাদ্য মূল্যবৃদ্ধির প্রভাব যেসব দেশে একইভাবে পড়েছে, তাও নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাদ্য মূল্যস্ফীতি বাড়তে থাকে। যুদ্ধের কারণে গত বছরের মার্চ-এপ্রিল মাসে খাদ্য পরিবহন ব্যাহত হয়। ফলে এফএওর মূল্য সূচক রেকর্ড উচ্চতায় ওঠে। ২০২২ সালের মার্চ মাসে খাদ্য মূল্য সূচক সর্বোচ্চ ১৫৯ দশমিক ৭-এ ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App