×

অর্থনীতি

এশিয়ার হাব হচ্ছে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

এশিয়ার হাব হচ্ছে ঢাকা

কসমেটিকস পণ্য উৎপাদনে এশিয়ার হাব হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ঢাকা। এখন ঢাকা থেকে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানি হবে এশিয়ার অন্যান্য অঞ্চলে। এমনকি বিশ্বে সুপরিচিত ও খ্যাতনামা ব্র্যান্ডগুলো এশিয়ায় রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে ঢাকার মাধ্যমেই। এতে বহির্বিশ্বে ঢাকা এক নতুন পরিচিতি লাভ করতে যাচ্ছে।

সম্প্রতি রিমার্ক এলএলসি ইউএসএ ঢাকায় তাদের এশীয় অঞ্চলের জন্য আঞ্চলিক অফিসের কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে রিমার্ক এলএলসি ইউএসএর এফিলিয়েটেড রিমার্ক এইচ বি লিমিটেড মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশাল ইন্ডাস্ট্রি ও গবেষণা ইনস্টিটিউট স্থাপন করছে। এখানে স্কিন কেয়ার, কালার কসমেটিকস ও হোম কেয়ারের পণ্যসামগ্রী উৎপাদিত হবে এবং বহির্বিশ্বে তা রপ্তানি হবে। ফলে এক সময়কার এশিয়ার ব্যবসা-বাণিজ্যের হাব হিসেবে চিহ্নিত সিঙ্গাপুর কিংবা দুবাই নয়- এখন ঢাকাই হবে এশিয়ার উচ্চমানসম্পন্ন পণ্য উৎপাদন ও রপ্তানির হাব।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১৪ নভেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিক রপ্তানি কার্যক্রম শুরুর জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রীলঙ্কায় আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রীলঙ্কার ডার্মালাইফ প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই চুক্তি করে রিমার্ক।

চুক্তিতে স্বাক্ষর করেন রিমার্ক এলএলসি ইউএসএর প্রতিনিধি আরেফিন শাহরিয়ার ও শ্রীলঙ্কার ডার্মালাইফ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অজন্তা পিয়াসেনা। এ সময় উপস্থিত ছিলেন ডার্মালাইফের পরিচালক সেন রাদিতাসহ রিমার্ক এলএলসি ইউএসএর এশীয় আঞ্চলিক অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App