×

অর্থনীতি

১৪ মাসের মধ্যে পাম অয়েলের দাম সর্বনিম্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

১৪ মাসের মধ্যে পাম অয়েলের দাম সর্বনিম্ন

ছবি সংগৃহীত

চলতি সপ্তাহেও মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য কমেছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ উদ্ভিজ্জ ভোজ্যতেলের দাম কমল। অবশ্য ৯ সেপ্টেম্বর পণ্য দর সামান্য বেড়েছে। তবে এর আগের সেশনে পাম অয়েলের ব্যাপক দরপতন হয়।গত ১৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের নভেম্বর সরবরাহ চুক্তি মূল্য ৭৭ রিঙ্গিত বা ২ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে প্রতি টনের দাম স্থির হয়েছে ৩৬১৮ রিঙ্গিত বা ৮০৪ ডলার ৮৯ সেন্টে। এর আগে টানা তিন সেশন কৃষিজ পণ্যটির দর কমে।

এ সপ্তাহে পাম অয়েলের মূল্য ৭ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। পণ্যটির অন্যতম মূল ক্রেতা চীন। সম্প্রতি দেশটিতে আবার করোনার প্রাদুর্ভাব ঘটেছে। ফলে বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দিচ্ছে চীনা সরকার। এতে চাহিদা কমে যাবে বলে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App