×

অর্থনীতি

খাতুনগঞ্জে লিটারে ৩৫ টাকা কমল ভোজ্যতেলের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ১১:২২ এএম

চট্টগ্রামের খাতুনগঞ্জে লিটারে ভোজ্যতেলের দাম ৩৫ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাবেই খাতুনগঞ্জের বাজারে লাগাতার কমতে শুরু করেছে ভোজ্যতেলের দাম।

দেশের দ্বিতীয় বৃহত্তম এ পাইকারি বাজারে গত ১৫ দিনে প্রতি লিটারে কমেছে ১০-৩০ টাকা পর্যন্ত। হু হু করে দাম কমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা। তবে দাম কমলেও খুচরা বাজারে এর যৎকিঞ্চিৎ প্রভাব দেখা যায়নি।

এর আগে বেশ কয়েক দফা দাম বাড়িয়ে বোতলজাত সয়াবিন প্রতি লিটারে ছয় টাকা কমানোর ঘোষণা দেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত রয়েছে প্রতি লিটার ১৯৯ টাকা। একইভাবে পাম অয়েলের নির্ধারিত দাম ১৫৪ টাকা।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে গেছে। এর প্রভাব পড়েছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। মিলাররাও বাধ্য হয়ে সরকারি রেটের কমে ভোজ্যতেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App