×

অর্থনীতি

বিএফআইইউ এর স্বতন্ত্র ওয়েবসাইট উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৬:১৫ পিএম

বিএফআইইউ এর স্বতন্ত্র ওয়েবসাইট উদ্বোধন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের স্বতন্ত্র ওয়েবসাইট জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এর ৪র্থ তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। ওয়েবসাইটের ঠিকানা https://www.bfiu.org.bd/। ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটি পৃথক পেইজ হিসেবে বিএফআইইউ এর ওয়েব কন্টেন্ট প্রদর্শিত হচ্ছিল।

মানিলন্ডারিং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশে ২০০২ সালে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারি করা হয়। একই সঙ্গে উক্ত কার্যক্রম ফলপ্রসূ করতে ২০০২ সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১২ সালে বর্ণিত বিভাগটি একটি পৃথক সংস্থা হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে আত্মপ্রকাশ করে।

বিএফআইইউ এর কার্যক্রমে রিপোর্ট প্রদানকারী সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ সাধারণ জনগণের এবং দেশের বাইরের বিভিন্ন অংশীজনকে সম্পৃক্তকরণ ও অবহিতকরণের জন্য একটি নিজস্ব ওয়েবসাইট অনেক সহায়ক হবে বিবেচনায় বিএফআইইউ এর জন্য স্বতন্ত্র এ ওয়েবসাইটটি প্রস্তুত করা হয়েছে।

বিএফআইইউ এর কাজের ধরণ ও সংক্ষিপ্ত বর্ণনা, বিভিন্ন সময়ে জারীকৃত সার্কুলার, সার্কুলার লেটার ও গাইডেন্স নোট্স, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন কমিটি, বিএফআইইউ কর্তৃক আয়োজিত পূর্ববর্তী ও আসন্ন বিভিন্ন প্রোগ্রাম সম্বলিত আকর্ষণীয় সময়োপযোগী আরো নানান ফিচার সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে সংযোজিত হয়েছে।

এর মাধ্যমে বিভিন্ন অপরাধ হতে অর্জিত অর্থ-সম্পত্তির গোপন উৎস, তার অবৈধ ব্যবহার, মাদক চোরাচালান, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ নানামাত্রিক অপরাধ বিষয়ক অভিযোগ সর্বস্তরের জনগণ প্রয়োজনে তার পরিচিতি গোপন রেখেই বিএফআইইউ বরাবর দাখিল করতে পারবে।

এছাড়া, ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচিতিসহ ওয়েব লিংক সন্নিবেশ করা হয়েছে যা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক বিধি-বিধানসহ অন্যান্য বিষয় সম্পর্কে স্টেকহোল্ডারদের আপডেট রাখতে সহায়তা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App