×

অর্থনীতি

রমজানে এককোটি মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ: বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

রমজানে এককোটি মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেঁয়াজের দাম কমে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তির কারণে বাংলাদেশে কিছু পণ্যের উপর এর প্রভাব পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র রমজান মাসে সরকার টিসিবির মাধ্যমে দেশের এককোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী নীলফামারী জেলার সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর উদ্যোগে স্থাপিত যাত্রীদের জন্য এয়ার লাউঞ্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দেশের বিভিন্ন বিমান বন্দরে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার লাউঞ্চ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারীর সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ খান, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশ দ্রুতগিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতির উন্নতি হচ্ছে। মানুষ উন্নত সুযোগ সুবিধা ভোগ করতে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। দেশের উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, একসময় সৈয়দপুর বিমান বন্দরে কোনো বিমান আসতো না, যাত্রী ছিল না। আজ সে বিমান বন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে। এ চাহিদা দিনদিন বাড়ছে। সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর উদ্যোগে এয়ার লাউঞ্চ চালুর ফলে যাত্রীরা উন্নত সেবা গ্রহণের সুযোগ পেলো। যাত্রীরা এখন একটি উন্নত পরিবেশে সময় কাটাতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App