শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম
ছবি : ভোরের কাগজ
শরীয়তপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোবারক আলী সিকদারের নেতৃত্বে জাজিরায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোক র্যালি বের করা হয়েছে। পরে মোবারক আলী শিকদারের বাড়িতে দোয়া ও গণভোজের অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগ শরীয়তপুর শহরের দলীয় কার্যালয়ে শোক দিবস পালন করেছে। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের স্মরণে দোয়া ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। এরপর শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশ ফিরিয়ে এনে আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করার দাবি জানান বক্তারা। এছাড়াও বঙ্গভবন ও সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুরাল ভেঙ্গে অবমাননার প্রতিবাদ জানান তারা।
আরো পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা