শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ এএম
গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরিফ তমাল। ছবি : ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরিফ তমালকে গ্রেপ্তার করছে র্যাব। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিরহান শরিফ তমালকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।
আরো পড়ুন : সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার, ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ