×

অপরাধ

সাবেক এমপি শিমুলসহ ১৩০ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পিএম

সাবেক এমপি শিমুলসহ ১৩০ জনের নামে মামলা

নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি : সংগৃহীত

নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে নাটোর সদর থানা ও সিংড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শহরের কানাইখালী এলাকার বাসিন্দা মো. ওমর আলী সদর থানায় ৭৯ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। 

অন্যদিকে, সিংড়া থানায় আওয়ামী লীগের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। মারপিট-চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজা ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী বাদী হয়ে এ দুটি মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে একটি এজাহার দায়ের করেন শহরের কানাইখালী এলাকার মো. ওমর আলী, মামলা হিসেবে তা নথিভুক্ত করা হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন : কাদের মির্জার বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

এই দুই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, আরিফুলের ছোট ভাই উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম।

সদর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২ ডিসেম্বর পৌর ছাত্রদলের কর্মী আরিফ শেখকে রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে আসামিরা মারপিট ও গুলি করে। বাদী মো. ওমর আলী তৎকালীন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সিংড়া থানায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজার দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিএনপির পদযাত্রা থেকে ফেরার পথে উপজেলার জামতলী-বামিহাল সড়কের ডাকাতগাড়ী এলাকায় ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা সেলিমের পথ আগলে দাঁড়ান আরিফুল ও আসামিরা। এ সময় ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে সেলিমকে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে নিয়ে মারধর করে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরো ৯৯ লাখ টাকা আদায় করে।

অপর মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নেতা শাহজাহানের বাড়িতে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট, ভাঙচুর ও চাঁদা দাবি করে জাহেদুল ইসলাম ভোলাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

পার্বত্য জেলায় সংঘর্ষ:  নিহত ৪, আহত অর্ধশতাধিক

পার্বত্য জেলায় সংঘর্ষ: নিহত ৪, আহত অর্ধশতাধিক

পলাতক তালিকার শীর্ষে ডিআইজি হারুন

পলাতক তালিকার শীর্ষে ডিআইজি হারুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App