×

অপরাধ

শেখ হাসিনা-আহকাম উল্লাহসহ ১৯৫ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

শেখ হাসিনা-আহকাম উল্লাহসহ ১৯৫ জনের নামে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার গণআন্দোলনে গুলি ও হত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহসহ ১৯৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় মামলাটি করেছেন মার্জিয়া আক্তার নামে এক নারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তার উপর গোলাপবাগ এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আন্দোলনরত ছাত্র-জনতাকে খুন করার ঘটনায় এ মামলা করা হয়েছে।

আরো পড়ুন: হাছান মাহমুদ-নওফেলসহ আ.লীগ নেতাদের নামে চট্টগ্রামে মামলা

মামলায় ৮৭ নাম্বার আসামি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক মুনতাসির মামুন, বিগত সরকারের একাধিক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীসহ অনেককেই। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই এবং আগস্ট মাসজুড়েই দেশ উত্তাল ছিল। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের জেরে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App