সোনারগাঁওয়ে হাসিনা, কাদের, ওসমানসহ ৬৯৮ জনের বিরুদ্ধে আরো ২ মামলা
সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া ও শফিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার, গাজী গোলাম দস্তগীর ও লিয়াকত হোসেন খোকা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ দুই মামলায় ২৭৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতমানা ৬৯৮ জনকে আসামী করে সোনারগাঁও থানায় পৃথকভাবে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: সাভারে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা
বৃহস্পতিবার (২২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম ও নিহত শফিক মিয়ার চাচতো ভাই আবু হানিফ বাদী হয়ে পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। দুটি হত্যা মামলারই ঘটনাস্থল উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় দেখানো হয়।