মুরগির বাচ্চা-ফিডের দাম বাড়িয়ে সিন্ডিকেট
বছরে ৫৯২০ কোটি টাকা লোপাট করে বহুজাতিক কোম্পানিগুলো
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: ভোরের কাগজ
বহুজাতিক কোম্পানিগুলো খাবার ও মুরগির বাচ্চায় ৫ হাজার ৯২০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে অভিযোগ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এতে ক্ষতি হচ্ছে প্রান্তিক খামারিদের। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার এবং জেলা উপজেলা থেকে ডিম, মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিরা। এ সময় খামারিরা বলেন, পাশের দেশে উৎপাদন খরচ কমলেও, সিন্ডিকেটের কারণে দেশের বাজারে পোল্ট্রি ফিডের দাম কমেনি। প্রতি কেজি ফিডে ১৫ থেকে ২০ টাকা বেশি নেয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
তারা আরো জানান, মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২৮-২৯ টাকা হলেও, বিক্রি হয় ৭০ থেকে ১২০ টাকা পর্যন্ত। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর মুরগির বাচ্চার দাম কমে এসেছে।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রতিবেশী দেশ ভারতে ১ কেজি ফিডের দাম ৪০-৫০ টাকা, ১টি মুরগির বাচ্চার দাম ২৫-৩৫ টাকা। তাদের ১টি ডিমের উৎপাদনে খরচ ৫ টাকা। আর ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৭৬-৮৬ টাকা। কিন্তু বর্তমানে ডিম মুরগির উৎপাদন খরচ প্রতিবেশী দেশের তুলনায় আমাদের দেশে দ্বিগুণ।
বাংলাদেশে ১ কেজি ফিডের দাম ৬০-৭২ টাকা, ১টি মুরগির বাচ্চার দাম ৬০-১০০ টাকা, ডিমের উৎপাদন খরচ ১০ দশমিক ২৯ টাকা, ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৫৫-১৭০ টাকা, আর ১ কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৪০-২৬০ টাকা। বর্তমানে উৎপাদন খরচের বিপরীতে প্রতি কেজি মুরগিতে ৪০-৬০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশে বছরে ফিডের চাহিদা ১ কোটি ২০ লাখ টন। সেখানে উৎপাদন হচ্ছে প্রায় ৮০-৮৭ লাখ টন। আমরা যদি সর্বনি¤œ প্রতি কেজিতে ৫ টাকা বেশি ধরে হিসাব করি- তাহলে প্রতি টনে ৫ হাজার টাকা হয়। আর ৮০ লাখ টনে বছরে প্রায় ৪০০০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে ফিড সিন্ডিকেট। আর এর খেসারত দিচ্ছে ভোক্তা ও প্রান্তিক খামারিরা।
আন্তর্জাতিক বাজারে ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দফায় দফায় ফিডের উপাদানের দাম কমলেও বাংলাদেশের বাজারে কোনো কারণ ছাড়াই দাম বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরো পড়ুন: মেয়র-চেয়ারম্যানরা অপসারিত
প্রান্তিক খামারিদের রক্ষা করতে কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবি জানিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।