ব্রেকিং |
সদরঘাটে চাঁদা আদায়ের সময় ৪ জনকে ধরলো জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
ছবি: ভোরের কাগজ
পুরান ঢাকার শ্যামবাজারে ভুয়া রশিদ দেখিয়ে এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়কালে ৪ জন চাঁদাবাজকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় সদরঘাটের শ্যামবাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমান জানান, তিনি বিকেলবেলা বুড়িগঙ্গার তেলঘাট থেকে সুতা কিনে শ্যামবাজার ঘাটে আসেন। এ সময় ঘাট পারাপারের জন্য ৪ জন তার কাছ থেকে চাঁদা চান। অবৈধ ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছাড়া হবে না বলে হুমকি দেয় চাঁদাবাজরা। পরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি গ্রুপে সাহায্য চেয়ে পোস্ট করেন। এ ঘটনা জানতে পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও চাঁদাবাজদের আটক করতে সক্ষম হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনেন সাধারণ শিক্ষার্থীরা।
আরো পড়ুন: ছাত্র-শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় জবি শিক্ষার্থীরা
আব্দুর রহমান আরো বলেন, ‘চাঁদাবাজরা সবাইকে রশিদ দিতে চায় না। যারা জোর করে বলে যে রশিদ দিতেই হবে, শুধু তাদেরকে রশিদ দেয়া হয়। এটা সম্পুর্ণ বেআইনি। তারা যে অবৈধ কাজ করছে, এটা তার প্রমাণ।’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “সদরঘাট, বাংলাবাজার, লক্ষ্মীবাজার ও তার আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৎপর আছি। বুধবারও আমরা ৩ জনকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছি। আমরা শিক্ষার্থীরা নিজ হাতে আইন তুলে নিতে চাই না। আজও চাঁদাবাজির চেষ্টাকালে আমরা ৪ জনকে আটক করেছি।