×

অপরাধ

ইয়াবাসহ কথিত সাংবাদিক তাজুল ইসলাম রুমেল গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম

ইয়াবাসহ কথিত সাংবাদিক তাজুল ইসলাম রুমেল গ্রেপ্তার
রাজধানীর বিমানবন্দর গোল চত্বর থেকে কথিত সাংবাদিক শাহ মো. তাজুল ইসলাম রুমেলকে (৩৯) এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১। মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করার পর আজ বুধবার ভোরে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। দুপুরে কোর্টে র মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতো হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. তাজুল ইসলাম রুমেল। ঢাকায় দক্ষিণ বাড্ডায় শ্বশুরবাড়িতে ঘর-জামাই থাকেন। রুমেল নিজেকে কখনও যুগান্তর সাংবাদিক, স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, কখনও আইজিপি বা প্রধান বিচারপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তদবির বাণিজ্যের নামে অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও র‍্যাবের কাছে তার নামে লিখিত অভিযোগ রয়েছে। মোটা অংকের বিনিময়ে তদবির করে একজন পুলিশ সুপারকে ট্র্যান্সফার করিয়ে দিয়েও আলোচনায় এসেছিলেন তাজুল ইসলাম রুমেল। বিদেশ থেকে  রেমিটেন্স হিসেবে কোটি কোটি টাকা নিয়ে আসলেও বৈধ আয়ের প্রমাণ দেখাতে না পারায় ২০২১ সালে সিআইডি কার্যলয়ে গিয়ে জবাবদিহিতা করতে হয় রুমেলকে। ফোকাসআর ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড এআই নামের একটি বিদেশি কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবেও পরিচয় দেন তিনি। এর আগে হবিগঞ্জ সদর উপজেলার নিজ গ্রাম সুলতানশীতে পবিত্র মহরম উদযাপনকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করায় তার বিরুদ্ধে এলাকার মানুষ ফুঁসে ওঠে। এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি ও এলাকার শান্তি বিনষ্ট করা, বিভিন্ন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার, সাজানো মামলা দিয়ে ভয়ভীতি দেখানোসহ নানা কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তার বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে গ্রামের নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, পেশাজীবীসহ কয়েক হাজার মানুষ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে রুমেলের বিরুদ্ধে। একই সঙ্গে এসব ঘটনার প্রেক্ষাপটে হবিগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একাধারে ৭৬টি সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেন স্থানীয়রা। এলাকায় মহরম উদযাপন কেন্দ্রীয় কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, রুমেল একের পর এক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল, মিথ্যা মামলা, অপপ্রচার, ঈদ নামাজে বাধা প্রদান, জনমনে আতংক সৃষ্টিসহ নানা অপকর্ম দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, এর আগেও তার এমন কার্যকলাপের কারণে এলাকার মানুষ তাকে স্থানীয় একটি দোকানে কয়েক ঘণ্টা তালাবন্ধ করে রাখে এবং সুলতানশী মাঠে তার বিরুদ্ধে শত শত জনতা সমবেত হয়ে প্রতিবাদ মিছিল করে। যা স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি দৈনিক যুগান্তর কর্তৃপক্ষ আমলে নিয়ে তাকে উক্ত পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করেন। র‍্যাব-১ এর মো. ইকবাল হোসেন ভোরের কাগজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিমানবন্দর এলাকায় তাজুল ইসলাম রুমেল নামের একজন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আমরা ফোর্স নিয়ে বিমানবন্দর গোল চত্বরের সামনে গেলে সে পালানোর চেষ্টা করে। এরপর তাকে ধরে পকেট থেকে ২০০ পিসের ৫টি প্যাকেটে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করি। এরপর বুধবার ভোরে বিমানবন্দর থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মো. ইকবাল হোসেন। মামলা নাম্বার ৩৬, তারিখ ২৩/০৮/২০২৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App