×

ক্রিকেট

শেখ হাসিনার দেশ ত্যাগের পর গর্জে উঠলো টাইগাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

কেবলই উদযাপনের অপেক্ষা। ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষা মাত্র ১২ রানের। মোহাম্মদ আলির বলে পুল করে মুশির বাউন্ডারি। এরপর আবরারের বল কাভারে ঠেলে দিয়ে সাকিবের চার। বাকি গল্প সবারই জানা। সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের পর দ্বিতীয়টিতে ৬ উইকেটের অবিশ্বাস্য জয়। সবমিলিয়ে পাকিস্তানকে শান্ত বাহিনীর ধবলধোলাই।

প্রথম ইনিংসে লিটনের ১৩৮ আর মিরাজের ৭৮ থেকে মোমেন্ট টার্ম পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কলকাঠি নাড়েন হাসান-নাহিদরা। হাসানের ‘ফাইফার’ আর নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের ১৭২ রানে গুটিয়ে দেয় টাইগাররা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছিল বাংলাদেশ। কিন্তু এবারের জয়টা ভিন্ন। প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ করলো টাইগাররা। বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য এটি।

আগের দিনে অপরাজিত দুই ওপেনার আপন গতিতে এগোচ্ছিলেন। তবে শেষদিনে দ্রুতই সাজঘরে ফেরেন জাকির। আরেক ওপেনার সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি নিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

এরপর শান্ত-মুমিনুল ফিরলে সাকিব আর মুশফিকের নৈপুণ্যে জয়ের বন্দরে নোঙ্গর করে লাল-সবুজেরা। শেষমেশ সাকিব ২১ রানে ও মুশফিক ২২ রানে অপরাজিত ছিলেন।

এদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার টেস্ট সিরিজ জয়ে শান্তদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইতিহাস গড়া এই জয়কে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের সুফল হিসেবেও দেখছেন অনেকেই। নেটিজেনদের দাবি, ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপনের ভূত ও দেশ থেকে হাসিনার বিদায়ের পর একের পর এক সাফল্য পাচ্ছে ক্রীড়াঙ্গন। ইতিহাস গড়া এ জয়ের পর সারাদেশও মেতে উঠেছে টাইগার বন্দনায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App