×

সারাদেশ

বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক অরুণ দাশগুপ্ত আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০১:৩৭ পিএম

বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক অরুণ দাশগুপ্ত আর নেই। শনিবার ( ১০ জুলাই) দুপুর ১২টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে নিজ বাড়িতেই তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান এ সাংবাদিক ও সাহিত্যিক।

১৯৩৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী অরুণ দাশগুপ্ত দীর্ঘদিন চট্টগ্রামে দৈনিক আজাদীতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের সাংবাদিক জগতের বটবৃক্ষ অরুণ দাশগুপ্ত সবার কাছে পরিচিত ছিলেন ‘দাদামণি’ হিসেবে।

অকৃতদার এই প্রবীণ সাহিত্যিকের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত পৃথকভাবে অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গত ৯ জুলাই ভোরের কাগজের সাহিত্য সাময়িকীতে অরুণ দাশগুপ্তের ওপর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App