×

সারাদেশ

পানি আনতে এক কিলোমিটার দূরে যেতে হয় নারীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৫:৪৭ পিএম

পানি আনতে এক কিলোমিটার দূরে যেতে হয় নারীদের

গোমস্তাপুরে খাবার পানির সংকট, হাহাকার মানুষের। ছবি: ভোরের কাগজ

বাঙ্গালীর ৬ ঋতুতে প্রকৃতিতেও পরিলক্ষিত হয় নানা পরিবর্তন। গ্রীস্মের প্রখর রোদ আর অনাবৃষ্টিতে গ্রাম বাংলার নদী নালা শুকিয়ে পানি সংকট দেখা দিয়েছে। প্রায় ৬ মাসের অধিক সময় অনাবৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। এতে উপজেলার বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় পানি সংকটের কারণে রীতিমত হাহাকার শুরু হয়েছে।

রোজা ও করোনাকালে পানির জন্য অনেকের ভোগান্তি বেড়েছে। এছাড়া বোরো ধানে সেচ দিতেও কৃষকরা পড়েছেন বিড়াম্বনায়। সরজমিনে গিয়ে দেখা গেছে,  উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লাদুপাড়া, জিনারপুর, দীঘা, দেওপুরা ও  ভাটখৈর গ্রামের অধিকাংশ টিউবওয়েলের পানির স্তর নিচে নামায় অকেজো হয়ে পরেছে টিউবওয়েলেগুলো। কোন কোন টিউবওয়েলে পানি উঠলেও তা খুবই অপ্রতুল। যান্ত্রিক মটারের সাহায্যে পানি উঠলেও তা থেমে থেমে উঠছে। সব চেয়ে বেশী পানি শুন্য হয়ে পরেছে এই ইউনিয়নের লাদুপাড়া গ্রামটি সেখানে প্রায় ৪০০ জনসংখ্যার ৮০ টি পরিবার পানির জন্য রীতিমত হাহাকার শুরু করেছে। সেখানে সব গুলোই টিউবওয়েলই অকেজো হয়ে পড়েছে। পানির জন্য নারীদের প্রায় ১ কিলোমিটার হেটে পার্শ্ববর্তী গ্রামে যেতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App