×

সারাদেশ

বে-টার্মিনাল চট্টগ্রামের জলাবদ্ধতা কমাবে: এম. শাহজাহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০৩:০৩ পিএম

বে-টার্মিনাল চট্টগ্রামের জলাবদ্ধতা কমাবে: এম. শাহজাহান

রিয়ার এডমিরাল এম. শাহজাহান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান বলেছেন, বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের জলাবদ্ধতা অনেক কমে যাবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, একটি স্বার্থান্বেষী মহল এ উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তারা অপপ্রচার করছেন যে, বে-টার্মিনাল বাস্তবায়িত হলে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হবে। চট্টগ্রামে দূষণ বেড়ে যাবে। আসলে বাস্তবতা সম্পূর্ন উল্টো। বিশ্বর সর্বোচ্চ মানের এ টার্মিনাল জলাবদ্ধতা নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ টর্মিনালের সঙ্গে মূল ভূ-খন্ডের সংযোগ থাকবে। ফলে শহরের আর্বজনা শোধন হয়ে গভীর সমুদ্রে চলে যাবে।

বন্দর চেয়ারম্যান বলেন, কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাড়বে জিডিপি, সৃষ্টি হবে লাখ লাখ নতুন কর্মসংস্থান। অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। এতে দেশের রিজার্ভ বাড়বে। কেবল বাংলাদেশর জন্যই নয় এ টার্মিনাল দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশের আমদানি- রপ্তানিতে গতির সঞ্চার করবে।

তিন বলেন, অর্থনীতির স্বর্ণদুয়ার খ্যাত চট্টগ্রাম বন্দরের জন্য প্রকলাপটির সুষ্ঠু ও দ্রুত বাস্তবায়ন হবে একটি বড় চ্যালেঞ্জ। এ প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বন্দর চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App