×

সারাদেশ

বাঘাইছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে জেএসএস সদস্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৪৯ পিএম

বাঘাইছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে জেএসএস সদস্য নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি পাকুইজ্জাছড়ি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে জেএসএস এমএন লারমা দলের সদস্য কালো বরণ চাকমা ওরফে বিমান চাকমা (৩২) নিহত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দিনগত মধ্য রাত ২ টার দিকে কালো বরণ চাকমার বাড়ি পাকুজ্জ্যাছড়ি এলাকায় এসে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত বিমান চাকমা উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে। এই ঘটনায় বাঘাইছড়ি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার (৫ ডিসেম্বর) রাত ২ ঘটিকায় নিজ বাড়িতে বিমান চাকমাকে উদ্দেশ্য করে প্রায় ৩৫/৪০ রাউন্ড গুলিবিবর্ষণ করে সন্ত্রাসীরা এতে ঘটনা স্থলেই বিমান চাকমা মারা যায়। পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনা স্থলে গিয়ে মহদেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় একটি সুত্র জানায় নিহত বিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার বডিগার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলে। বিমান চাকমা গতকাল সন্ধায় ছুটিতে বাঘাইছড়ি তার গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। খবর পেয়ে জেএসএস মুল দলের সদস্যরা তার উপর হামলা চালায় বলে সুত্র নিশ্চিত করেন। এই ঘটনার পর পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে, বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে এধরনের সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। মামলা হলেও দূর্গম অঞ্চল হওয়ায় মূলহোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়। এই ঘটনার জন্য জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করেছে পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App