×

সারাদেশ

মাতাল অবস্থায় অন্যের বাসায় ঢোকার চেষ্টা, যুবলীগ নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৫:৩৩ পিএম

মাতাল অবস্থায় অন্যের বাসায় ঢোকার চেষ্টা, যুবলীগ নেতা আটক

ধুন‌টে‌র যুবলীগ নেতা সুজন সাধ

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবন করে একটি বাড়িতে জোর করে ঢোকার সময় এক যুবলীগ নেতাকে আটক করেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগা‌রে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার নাম সুলতান মাহমুদ ওরফে সুজন সাধ (২৭)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের বাসিন্দা। এ সম্পর্কে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, সুজন সাধকে মাদক সেবনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সুজন সাধ গোসাইবাড়ি সাতমাথা এলাকায় এক স্কুলছাত্রীর বাড়িতে মাতাল অবস্থায় জোর করে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দেয়। এতে তিনি মাতাল অবস্থায় গালিগালাজ করতে থাকেন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ সেখান থেকে সুজন সাধকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সুজন সাধ দাবি করেন, আমার ছোট ভাই দেশের বাইরে চাকরি করছে। পরিবারের সম্মতিক্রমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা চলছে। ওই বিষয়ে কথা বলতে স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই বাড়ির লোকজন আমাকে ঢুকতে না দিয়ে আটকে রেখে মারধর করেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান বলেন, স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুজন সাধের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App