নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে দুই টিকটকার আটক
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত
পূর্বধলায় এক নারীর (২৭) গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে উজ্জ্বল মিয়া (২৪) ও দীন মোহাম্মদ খান ওরফে শিপন (২০) নামে দুই টিকটকারকে আটক করেছে সেনাবাহিনী ।
পূর্বধলা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে একটি টিম বুধবার রাতে উপজেলার মেঘশিমুল গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ দুই টিকটকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত উজ্জ্বল মিয়া মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের সজুত খা এর ছেলে ও দীন মোহাম্মদ একই গ্রামের কাজল খানের ছেলে।
আরো পড়ুন: সাবেক হুইপ ইকবালুর-বিচারপতি ইনায়েতুরসহ ১০৫ জনের নামে মামলা
নেত্রকোণা জেলার দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান ওই ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুই টিকটকারে বিরুদ্ধে পূর্বধলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করায় তাদের আটক করা হয়েছে।