×

সারাদেশ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ছে দুর্ভোগ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ছে দুর্ভোগ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ভয়াবহ বন্যায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার এবং কৃষি জমি ও মৎস্য ঘের প্রায় নিশ্চিহ্ন হয়েছে। দৃশ্যমান হচ্ছে বন্যায় আক্রান্ত ক্ষত, বাড়ছে দুর্ভোগ। গত তিনদিন বৃষ্টি না হলেও এখনো জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বাড়তে শুরু করেছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩ পর্যন্ত জেলা সদরে ৩০ মি.মি পানি কমেছে। গত তিনদিন জেলায় কোন বৃষ্টিপাত হয়নি। পানি দ্রুত নামার জন্য বিভিন্ন জায়গায় খালের বাঁধ ও সড়কের অংশ কেটে দেয়া হয়েছে। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিজ জানান, গত ২২ আগস্ট থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালে ৫ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে বেশির ভাগ রোগীই শিশু। বন্যায় এই পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় বন্যা দুর্গত এলাকার মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। জেলায় সরকারি ত্রাণ সুবিধার বাহিরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রচুর ত্রাণবাহী গাড়ি ঢুকতে দেখা যাচ্ছে। তবে এখনো দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন বাসিন্দারা। ত্রাণ পেতে হাহাকার করছে এখানকার বন্যার্তরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে এই পর্যন্ত নগদ ৪৫ লাখ টাকা, ১৭১৮.৫০০ মে.টন চাল, ১০০০ প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে। 

আরো পড়ুন: পদ্মার পানি কমতে শুরু করেছে

শুক্রবার সকালে জেলা সদরের মান্নান নগর এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম। এসময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নোয়াখালীর সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, এন-রাশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ (THM), বাংলাদেশ মানবাধিকার কমিশন, এনআরডিএস, নোয়াখালী স্টার'স ক্লাব, এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থাসহ  বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা সদরের মধ্যম চরউরিয়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন মঞ্জু বলেন, এবারের এমন ভয়াবহ বন্যা নোয়াখালীর মানুষ আর কখনো দেখেনি। গত ২-৩ দিন যাবৎ বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের আসবাবপত্র, রাস্তাঘাট, কৃষি জমির ফসল নষ্ট হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যদি জেলার খালগুলোর ওপর থেকে অবৈধ স্থাপনা ও বাঁধগুলো স্থায়ীভাবে অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করা না হয় তাহলে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ লাঘব হবে না। 

জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান বলেন, জেলায় পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও মানুষের সার্বিক জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App