সাবেক দুই এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম
মাহমুদুল হক সায়েম ও জুয়েল আরেং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল হাসান পিয়াস নামের একজন আহতের ঘটনায় ময়মনসিংহ-১ আসনের সাবেক দুই এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মামলাটি করেন আহতের বাবা হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আব্দুল সাত্তার।
মামলার আসামিরা হলেন-ময়মনসিংহ-১ আসনের সদ্য সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জুয়েল আরেং, হালুয়াঘাট পৌরসভার সাবেক মেয়র খায়রুল আলম ভূঞাসহ আওয়ামী লীগের আরো ৩৮ নেতাকর্মী। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেন
মামলা সূত্রে জানায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বিক্ষোভে যোগ দেন মনিরুল হাসান পিয়াস। এসময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে বাধা দেন। বাধা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় আন্দোলনরতদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালানো হয়।
এতে গুরুতর আহত হন পিয়াস। পরে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠান চিকিৎসক। বর্তমানে তিনি বাড়িতে আছেন।