×

সারাদেশ

আলফাডাঙ্গায় কাঁচা বাজারে আগুন, বিপাকে ক্রেতারা

Icon

ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম

আলফাডাঙ্গায় কাঁচা বাজারে আগুন, বিপাকে ক্রেতারা

ছবি: সংগৃহীত

সবজির দাম যেন সাধ্যের বাইরে চলে যাওয়ায় কাঁচা বাজারে কেনাকাটায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষরা। বিশেষ করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাজুড়ে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু আয় তুলনামূলকভাবে বাড়েনি। নিম্নবিত্ত ও নিম্ন আয়ের মানুষের  জীবনযাপনে হিমশিম খাচ্ছে। প্রতিদিন রান্নাঘরে যে-সব উপকরণ দরকার, তার প্রায় সবকিছুরই দাম বেড়েছে দ্বিগুণ ।ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। মানুষ বাজারে গিয়ে বাকরুদ্ধ হচ্ছে পণ্যর দাম শুনে। 

আলফাডাঙ্গা উপজেলার   সকল বাজারে প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে দেখা গেছে  কয়েকদিনের বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে।এছাড়া বেড়েছে অন্য সবজির দামও। তবে, কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে।মুরগির দাম কেজিপ্রতি কমেছে আরও ২০ টাকা। উপজেলা হেলেঞ্চা,গোপালপুর, জাটিগ্রাম ও বেরিরহাটসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র । 

কাঁচাবাজারগুলোতে কাঁকরোল ও করলা ৬০-৮০, ঢেঁড়স ৪০-৫০, আলু ৬০, পটল ৬০, মিষ্টি কুমড়া ৫০, টমেটো  ১৫০, পেঁপে ৫০-৬০, গাজর ১৪০ এবং শসা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, সোনালি ৩০০ এবং দেশি মুরগি ৪৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া আকারভেদে ইলিশ ৮০০ থেকে ১৬০০, রুই ২৬০ থেকে ৩৬০, কাতল ৩২০ থেকে ৩৬০, মৃগেল ২০০-২৫০, আকারভেদে পাঙাস ১৮০-২২০, তেলাপিয়া ২০০-২২০, স্যালমন ফিশ ৪৫০, বাগদা চিংড়ি ৮০০-১০০০ রূপচাঁদা জাত ও আকারভেদে ৫৫০ থেকে ৭০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, টেংরা ৩৭০ থেকে ৫০০ টাকা, কেজিদরে বিক্রি হচ্ছে। মুদিপণ্যের মধ্যে খোলা চিনি ১৩০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৭ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা। তবে বাড়েনি চাল, আটা-ময়দার দাম।  উপজেলার বিভিন্ন বাজারে জাতভেদে ১০০থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা ও অাদা ৩০০ -৩২০ টাকা  কেজি দরে বিক্রি হচ্ছে। 

আরো পড়ুন: ডুমুরিয়ায় আগাম সবজির বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

আলফাডাঙ্গা মুসলিম পাড়ার বাসিন্দা ক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে গেলে বোঝা যায় দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতি কেমন মাত্রা যোগ হয়েছে । ১ হাজার টাকার নোটে ৩/৪ আইটেম পণ্য নিলে ফুরিয়ে যায়।মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর নিম্ন আয়ের মানুষ তারা অনেক কষ্ট জীবনযাপন করছে।

নিম্ন আয়ের মানুষ ক্রেতা ভ্যানচালক  চালক হোচেন বলেন, গরীব মানুষের সবচেয়ে বড় জ্বালা। যা ইনকাম করি ডাল ভাত খেয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে বর্তমান বাজারে  দ্রব্য-মূল্য অনুযায়ী। বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যর দাম  আকাশচুম্বী। মাছ সপ্তাহে ও, মাংস তো মাসে ১ দিন কিনতে হিমশিম খায়। ঘরে ছোট দুই ছেলে তারা ও নিয়মিত ডাল,মাছ বিহীন খাবার খেতে চায় না। গরিবের যত জ্বালা দেখার কেউ নেই। 

বাজার করতে অাসা ক্রেতা দুলাল শিকদার  বলেন, দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। আয় অনুযায়ী ব্যয় বেড়েছে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে।প্রশাসন কর্তৃক সঠিকভাবে বাজার মনিটারিং করলে  ক্রেতারা ন্যায্যমূল্য পণ্য ক্রয় কয় করতে পারবে।

আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার  বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। একদিকে বৃষ্টির কারণ অার অন্যদিকে রোদের কারণে দাম বাড়িয়ে দিচ্ছে। এসব অজুহাত হাস্যকর। সরকারের উচিত এসব বিষয়ে কঠোর মনিটরিং করা। নিম্ন আয়ের মানুষের দুবেলা দু-মুঠো ভাত খেতে কষ্ট হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,  প্রশাসনের সঠিক মনিটারিং এটা নিরসন করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App