×

সারাদেশ

গাছ লাগানো নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম

গাছ লাগানো নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪

ছবি: ভোরের কাগজ

দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচীর কামড়ে ভাতিজা সুমন মিয়া(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহপরান দশপাড়া গ্রামের মৃত শাহজালালের পুত্র। তিনি নারায়নগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মচারী ছিলেন।

পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় চাচি পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে আটক করেছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে নিহত সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহপরান মিয়া কর্মক্ষেত্র নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি এসে দেখে তার চাচি চারা গাছ লাগাচ্ছে। তার সীমানায় গাছ লাগাতে না করায় তাকে গালিগালাজ করতে থাকে। এতে সুমন মিয়া প্রতিবাদ করে এবং চাচা আলী মিয়াকে জানাতে গেলে তার চাচাতো ভাই ও বোন কিল গুশি দেয়।

আরো পড়ুন: শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

পরে তার চাচি পারুল আক্তার সুমন মিয়ার অন্ডকোষে কামড় দিলে মাটিতে লুটিয়ে পড়ে সে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেল কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পারুল আক্তারসহ চারজন হাসপাতালে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী আটক করে রাখে তাদের। পুলিশ ও সেনাবাহিনীর খবর পেয়ে তাদেরকে আটক করে মডেল থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার সুজয় মজুমদার বলেন, গাছ লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত শাহপরান সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পারুল আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলাও নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App