আ.লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম
ছবি: ভোরের কাগজ
নীলফামারীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাত নামা আরো ১৫০ জনের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা দায়ের করেছেন সদর উপজেলা যুবদল নেতা মো. শামিম শাহ আলম তমু।
অভিযুক্তরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুল ইসলামসহ মোট ৪১জন। এছাড়াও অজ্ঞাত নামা রয়েছে আরো ১৫০জন।
মামলার আরজি সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের ন্যায় নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় উল্লিখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা চালান। বেলা সাড়ে ৩টার দিকে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান এলিন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে।
আরো পড়ুন: যেভাবে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র
এ সময় বাদীকে না পেয়ে তারা স্থান ত্যাগের সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। অগ্নিকাণ্ডে বাদীর দুটি মাইক্রোবাস ও ব্যবসাপ্রতিষ্ঠানের জিম্মায় থাকা অপর একটি ব্যক্তিগত কার পুড়ে যায়।
এ ঘটনায় মোট ৫৫ লাখ ৪৭ হাজার ৭০০ টাকার ক্ষয়ক্ষতির কথা মামলায় উল্লেখ করেন মামলার বাদী।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।