শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন নোবিপ্রবি উপাচার্য
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:৩০ এএম
ছবি: ভোরের কাগজ
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে তাতে এবার যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নাম।
মঙ্গলবার (২০ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নোবিপ্রবির উপাচার্যের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে ড. মো. দিদার-উল-আলম লিখেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য,গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহণ করি।
আরো পড়ুন: শিবির নেতা নিহতের ঘটনায় সাবেক মেয়র লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা
গত ১৩ আগস্ট ২০২৩ রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিল ড. মো. দিদার-উল-আলম। এর আগে অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ২০১৯ সালের ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ওই বছরের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।