বিশ্বনাথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম
নিহত ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু
সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু মিয়া বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়ার বাসিন্দা । হত্যাকাণ্ডের পর বর্তমানে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান লিলু স্থানীয় বৈরাগী বাজারের কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুধবার এশার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরো পড়ুন: চট্টগ্রাম প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলা, আহত ১৫ সাংবাদিক
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।