×

সারাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলা, আহত ১৫ সাংবাদিক

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০১:৪৮ পিএম

চট্টগ্রাম প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলা, আহত ১৫ সাংবাদিক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জামালখানে অবস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবে বুধ (১৪ আগস্ট) বিকেলে ও সন্ধ্যায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব ও ধংসযজ্ঞ চালিয়েছে । সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলা সন্ত্রাসীদের তাণ্ডব নিয়ে সাংবাদিকরা অভিযোগ করেন, জামাত- শিবির ও বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে তিন তিনবার প্রেসক্লাবে ওই একই গোষ্ঠী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

চট্টগ্রাম প্রেসক্লাবে ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিসহ প্রেসক্লাব ভবন, প্রেসক্লাব সদস্যসহ সাংবাদিকদের জানমালের নিরাপত্তা দাবি করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা এ ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। 

আরো পড়ুন: দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় সন্ত্রাসীরা প্রেসক্লাবের নীচের দুটি গেইট, চারতলার দুটি গেইট হাতুড়ি, শাবল, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে ভেঙ্গে ভেতরে ঢুকে পৈশাচিক উল্লাসে ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ, টাকা লুটপাট, সিসি ক্যামেরা ভাঙচুর, সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ডিস্কসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। কোন পুলিশ অথবা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি এ হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে।

এসময় প্রেসক্লাব কমিটির কয়েকজন নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন মিডিয়ার অন্তত ৬০ জন সাংবাদিক আটকে পড়েন। তারা কোনোভাবে একটি স্থানে আশ্রয় নিয়ে কোনোভাবে প্রাণরক্ষা করেন। তবে এসময় প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ক্লাবে ছিলেন না। বার-বার চট্টগ্রামের জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে সাংবাদিকদের উদ্ধারের জন্য অনুরোধ জানানো হলেও সেনা সদস্যদের আসতে বিলম্ব হওয়ায় আরো বেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে এসব চিহ্নিত সন্ত্রাসীরা। রাত আনুমানিক সাড়ে সাতটার পরে প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ অন্য সদস্যরাসহ সেনাসদস্যরা আসার পর তারা অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন।

এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে বিএনপি- জামাতের ক্যাড়াররা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে প্রেসক্লাব দখলের হুমকি দেয়। তাদের সঙ্গে মুখোশধারী শিবিরের কিছু অস্ত্রধারী ক্যাডারও ছিল। এসময় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় অন্তত ১৫ জন সাংবাদিককে মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এ নিয়ে প্রেসক্লাব সদস্যসহ কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

যে কারণে সবাই ‘দ্য ডেলিভারেন্স’র গ্লেন ক্লোজকে নিয়ে বিরক্ত

যে কারণে সবাই ‘দ্য ডেলিভারেন্স’র গ্লেন ক্লোজকে নিয়ে বিরক্ত

বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক

শেখ হাসিনাসহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনাসহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App