চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতি, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম
ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কে ডাকাতিকালে গণপিটুনিতে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি সুমন কুমার।
এর আগে বুধবার (৭ জুলাই) রাতে শিবগঞ্জ উপজেলার কলমুদাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে সড়কের মানুষের গতিরোধ করে ডাকাতি করছিল কয়েকজন ডাকাত। এ সময় আশপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে এলাকাবাসী। পরে ৪-৫ জন ডাকাত পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার। এ সময় এলাকাবাসী ও পথচারীর গণপিটুনিতে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: প্রধান বিচারপতিসহ দলবাজ ও বিতর্কিতদের পদত্যাগের দাবি
ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, কিছু পথচারীর সবকিছু ছিনিয়ে নেন সানোয়ারসহ কয়েকজন ডাকাত সদস্য। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ধরে। এ সময় সবাই পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার। এতে গণপিটুনিতে মারা যান তিনি।