সীতাকুণ্ডে বিদ্যুৎ স্পৃষ্টে জাহাজভাঙ্গা কারখানার এক শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড, (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে জাহাজভাঙ্গা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকার সাগর উপকূলে অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাহাজভাঙা কারখানাটির দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইদ্রিস জানান, রাতে জাহাজভাঙা কারখানার ভেতরে বিদ্যুতের কেবল খোলার কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সিয়াম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: মুরাদনগরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যৎ স্পৃষ্ট হওয়ার পরে ভাটিয়ারীসহ বিএসবি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি ।