ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:১১ পিএম
ছবি: ভোরের কাগজ
ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে।নিহত সচীন নতুন রুপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সচীন রাতে চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন। সবাই খাওয়া দাওয়া করছিলেন। সচীন সে সময় পরে খাবে বলে মোবাইলে কথা বলার জন্য রাস্তার উপরে আসা মাত্রই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এসময় সচীন সড়কে লুটিয়ে পড়েন।
আরো পড়ুন: টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের টহল জোরদার
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সচীনকে মৃত ঘোষণা করেন। সচীনকে কারা কী কারণে গুলি করে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।