গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করায় বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুই দফায় লাঠি মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন।
আরো পড়ুন: সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জহির উদ্দিন স্বপনের আহ্বান
পরে চৌরঙ্গী এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতা-কর্মীসহ জেলার সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামায়াত-বিএনপির একমাত্র লক্ষ্য।