পদত্যাগের খবরে বিজয় মিছিল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (৫ আগস্ট) দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অর্ধশত শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা বলেন, বেলা ১১ টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান করি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। এ সময় পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। একপর্যায়ে কুমারপাড়া আওয়ামী লীগ অফিসের দিক থেকে ছাত্রলীগ এসে প্রকাশ্যে গুলি চালায়।
শিক্ষার্থীরা আরো বলেন, গুলিতে ৭/৮ জন নিহত হন। কয়েকজনকে সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বিনা উসকানিতে পুলিশ ও ছাত্রলীগের এমন নৃশংসতার বিচারের দাবিতে আবারো কর্মসূচিতে নামার কথা জানান তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস জানান, ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
আরো পড়ুন: দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের
এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে রাজশাহীর ছাত্র-জনতা বিজয় মিছিল শুরু হরে। শিশু ও নারীরা নেমে এসেছেন জাতীয় পতাকা হাতে। ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকটি অফিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর ও সব উপজেলায় বিজয় মিছিল চলছে।