×

সারাদেশ

সন্তান কোলে নিয়ে মা ও এলাকাবাসীর মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৫:৪৩ পিএম

সন্তান কোলে নিয়ে মা ও এলাকাবাসীর মানববন্ধন

রাজিবপুর বাজারের মেইন ফটোকে মানববন্ধনে অসহায় মা সোনিয়া খাতুনসহ এলাকাবাসী

কুড়িগ্রামের রাজীবপুরের সদ্য জন্ম নেয়া সন্তানের পিতার স্বীকৃতির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অসহায় মা সোনিয়া খাতুনসহ এলাকাবাসী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজিবপুর বাজারের মেইন ফটোকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সোনিয়াকে ধর্ষণ ও ১ মাস বয়সী ছেলে সন্তানের পিতার স্বীকৃতি না দেয়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সিরাজদৌলার বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আনিত অভিযোগের সঠিক তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পদক জুয়েল রানা ও ইউনিয়ন আ,লীগ সাংগাঠনিক সম্পাদক নুরনবী, ফারুকসহ অনেকে। পরে রাজিবপুর উপজেলার বিভিন্ন রাস্তায় তারা বিক্ষোভ মিছিল করেন। উল্লেখ্য যে, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী সিরাজদ্দৌলার (৪৭) বাড়িতে কাজের মেয়ে হিসেবে দীর্ঘ ৬ বছর থাকত সোনিয়া খাতুন। এ সুযোগে ভয়ভীতি দেখিয়ে সোনিয়া খাতুনকে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করত। এর এক পযার্য়ে চলতি বছরের জুন মাসে সোনিয়া খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পরার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিযার্তিত সোনিয়া খাতুন সিরাজদ্দৌলার বিরুদ্ধে ধর্ষণ ও নিযার্তনের মামলা দায়ের করে থানায়। চলতি বছরের ১ জুন তারিখে মামলার পর থেকে পালিয়ে ছিল অভিযুক্ত। ইতোমধ্যে সোনিয়া জন্ম দেয় একটি ছেলে সন্তান। গত ২৩ সেপ্টেম্বর সিরাজদ্দৌলা আদালত থেকে জামিনে এসে নিযার্তিত পরিবারটিকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য । অপরদিকে সমাজের মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে ও থানায় মামলা করেও সরকারি দলের প্রভাব ও অর্থের কাছে হার মানতে হচ্ছে সোনিয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App