যে কারণে বৃক্ষরোপণ করতে বললেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:১৯ পিএম
প্রাকৃতিক ভাবে বিশুদ্ধ অক্সিজেন এর পরিধি বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই এমন চিন্তা মাথায় রেখে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সড়কের পাশে ৩ থেকে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।
রোববার সকালে কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামস্থ টেক্সটাইল হতে খানসামাগামী রাস্তার পাশে নিজ হাতে বৃক্ষরোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। শুধু অক্সিজেন সরবরাহই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভুমিকা অপরিসীম।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচী হাতে নিয়েছেন তিনি। নীলফামারী জেলার প্রতিটি রাস্তার ধারেই রোপণ করা হবে ফলজ, বনজ ও ঔষধি গাছ। বৃক্ষরোপণ এ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা পরিষদ’র সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রধান সহকারী আব্দুল হাই ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
গেল ২০২৩-২৪ অর্থ বছরে জেলা পরিষদ’র অর্থায়নে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয়েছে ল্যাপটপসহ আর্থিক সহায়তা। বিভিন্ন সামাজিক উন্নয়নের পাশাপাশি অসুস্থ অসহায় মানুষদের হুইল চেয়ার ও চিকিৎসা সহায়তা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক। জেলা পরিষদের এ ব্যতিক্রর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।