যশোর শ্রমিক লীগের সম্মেলন শনিবার, দু'গ্রুপে উত্তেজনা
জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা (যশোর)
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
যশোর জেলা শ্রমিক লীগের দুই গ্রুপের পৃথক ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দুই পক্ষই সম্মেলন সফল করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনের দুটি স্থানও সুসজ্জ্বিত করে সাজানো হয়েছে।
এদিন বিকাল ৩টায় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গ্রুপের সম্মেলন যশোর পৌর কমিউনিটি সেন্টারে এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
একইসময় অনুষ্ঠিত হতে যাওয়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত সাইফুল-আলমগীর গ্রুপের সন্মেলনে কেন্দ্র কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলী মান্না এবং প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বীর মুক্তিযোদ্ধা কেএম আযম খসরু উপস্থিত থাকবেন।
অন্যদিকে স্থানীয় এমপি সমর্থিত জবেদ-নাসির গ্রুপের সন্মেলনে কেন্দ্রীয় সহ-সভাপতি তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন বলে দুই গ্রুপের পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পৃথক সম্মেলনের কারণ জানতে চাইলে যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, "জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার শ্রমিক লীগকে নিয়ে ‘ছেলে খেলা’ করছেন। গঠণতন্ত্রের তোয়াক্তা না করে এবং জেলা কমিটির সভাপতি সম্পাদককে পাশ কাটিয়ে তারা সম্মেলনের আয়োজন করেছেন। বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করি। এবং তাদের পরামর্শে আমরা পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করেছি।
অপরদিকে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর ইসলাম বলেন, ‘এই সম্মেলনকে স্বাগত জানায়। কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আমাদের সম্মেলনে উপস্থিত থাকবেন। তার বিপরীতে অবস্থান নিয়ে কেউ পাল্টা সম্মেলনের আয়োজন বোকামি ছাড়া কিছুই না। আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর যশোর জেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকে আজিজুর রহমানকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু ২০২২ সালের ২৫ এপ্রিল সভাপতি আজিজুর রহমান ইন্তেকালের পরে গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র (১নং) সহ-সভাপতি আমাকে (জবেদ আলী) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটি দায়িত্ব দিয়েছে বলে জবেদ আলী জানিয়েছেন। এদিকে, দুই পক্ষের সম্মেলন নিয়ে শহরে বেশ কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে। শুক্রবার রাতে দুই পক্ষ থেকেই পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে স্ব স্ব সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে।