×

সারাদেশ

২ সন্তানের জননীকে অপহরণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার

Icon

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম

২ সন্তানের জননীকে অপহরণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার

বহিষ্কার ছাত্রলীগ নেতা মো. জুবাইদ হোসেন জাবেদ। ছবি : সংগৃহীত

দুই সন্তানের জননীকে অপহরণের ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করেছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১১ জুলাই) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদকে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হইলো এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন জানান, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত ঊধ্বর্তন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। পরে এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মো. জুবাইদ হোসেন জাবেদ এর বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্টু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বলল ছাত্রলীগ

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদ(২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ওই অপহরিত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই বাদী হয়ে অভিযুক্ত জাবেদ সহ অজ্ঞাত নামা এক দুই জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে রাঙ্গুনিয়া থানা পুলিশ অপহৃত ভুক্তভোগী এবং অভিযুক্ত জাবেদকে গ্রেপ্তার করতে কাজ করছে।

ছাত্রলীগ নেতা জুবায়েদ হোসেন এর বিরুদ্ধে অপহরণ মামলার বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App